বি’র’ক্ত প্রভা, চাচ্ছেন না তাকে নিয়ে সংবাদ প্রচার হোক!

ছোটপর্দার একসময়ের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা। বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনের নানা ব্যস্ততায় পর্দার আড়ালে চলে গেছেন তিনি। তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় তাকে নিয়ে বিভিন্ন সংবাদ প্রচার হতে দেখা যায়।

যেই বিষয়গুলো মোটেও ভালোভাবে নিচ্ছেন না প্রভা।

সম্প্রতি বিডি২৪লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে গণমাধ্যমের প্রতি নিজের ক্ষোভ, হতাশা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, প্রভা চান না- তার অনুমতি ব্যতীত কিংবা তার কোনো বক্তব্য গ্রহণ ছাড়াই গণমাধ্যমে কোনো সংবাদ প্রচার হোক।

এ বিষয়ে প্রভা বলেন, ‘বিগত অনেক বছর ধরেই গণমাধ্যমে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। বিষয়টি যে কোনো এক নির্দিষ্ট ঘটনা বা কারণে হয়েছে এমনও নয়। এর পিছনে অনেকগুলো কারণ, আমার খারাপ লাগা, ক্ষোভ রয়েছে।’

দুটো ঘটনা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘আমার সবসময়ই মাদকের প্রতি ঘৃণা ছিল। আমি কখনোই কারো মাদক গ্রহণের বিষয় মেনে নিতে পারতাম না।

এই মা;দ;ক; গ্রহণের বিষয় মেনে নিতে পারবো না বলেই, আমার সংসারও করা হয়নি। তো, একবার কোনো এক অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়, আমার ব্যাগে নেশাজাতীয় দ্রব্য মিলেছে।

অথচ আমি জীবনে কখনোই মা;দ;ক গ্রহণ করিনি। আমার কোনো বক্তব্য গ্রহণ ছাড়াই, কোনো ধরণের সত্যতা যাচাই ছাড়াই এরকম এক সংবাদ প্র;চার করা হলো। এই ধরণের এক মিথ্যা তথ্যা দর্শকরাও কিন্তু সংবাদ প্রচারের জন্য বিশ্বাস করবে। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ আমিই হয়েছি।’

‘আরেকবার ঘটলো কি, আমি এক নাটকে অভিনয় করছিলাম। যেই নাটকের গল্পে ছিল আমার বাচ্চা হয় না। তো সেই নাটকের গল্প নিয়েই কিছু সংবাদ প্রচার হলো “বাচ্চা হচ্ছে না প্রভার” এই শিরোনামে। সেই সংবাদে আমার সহ-অভিনেতার ছবি নয় বরং আমার স্বামীর (বর্তমানে প্রাক্তন) ছবি প্রকাশ করা হলো।

বিষয়টি আমার শ্বশুর-শাশুড়ির চোখেও পড়লো। তাদের কাছে অনেক জায়গা থেকে ফোন আসতে শুরু করলো। তারা খুবই সুশিক্ষিত ছিল বলেই বিষয়গুলো নিয়ে আমাকে কোনো প্রশ্নের মুখে ফেলেনি। কিন্তু তাদেরকে অনেক মানুষের প্রশ্নের জবাবদিহি করতে হয়েছে।’

প্রভা বলেন, ‘আমি সবসময়েই গণমাধ্যমকর্মীদেরকে আমার সহকর্মী মনে করতাম। কিন্তু এরকম অসংখ্য ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সময় থেকে গণমাধ্যমের প্রতি আমার হতাশা তৈরি হয়েছে এবং আমি চাই না- আমার বর্তমান কিংবা ভবিষ্যত জীবনে কখনোই আমাকে কেন্দ্র করে বা আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো সংবাদ প্রচার হোক।’

এই অভিনেত্রী আরও যোগ করেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি বিভিন্ন সময় আমার নিজের ভাবনা-চিন্তা, ছবি শেয়ার করে থাকি। আমি চাই সেগুলো শুধু আমার সোশ্যাল হ্যান্ডেল কেন্দ্রিকই থাকুক। সেগুলো নিয়েও কোনো ‘আকর্ষণীয়’ শিরোনামে সংবাদ প্রচার না হোক।

যদি আমার অনুমতি ব্যতীত বা আমার কোনো বক্তব্য গ্রহণ ছাড়াই সংবাদ প্রচার হয়, সেক্ষেত্রে আমি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বাধ্য হবো।’

খুব শীঘ্রই গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য এই বার্তাটুকু পৌছে দিতে চান বলেও জানান প্রভা। কারণ তিনি চান না, তাকে নিয়ে বা তার দৈনন্দিন জীবনের কর্মকাণ্ড নিয়ে গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রচার হোক।