ছেলেকে নিয়ে ভাষা শহীদদের স্মরণ করলেন বুবলী!

ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে একুশ উদযাপন করলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে বাঙালিয়ানা রূপে দেখা দিলেন এই চিত্রনায়িকা। শহীদদের স্মরণে গায়ে জড়িয়েছেন বর্ণমালা অঙ্কিত শাড়ি। সঙ্গে ছেলেও পরেছে মায়ের মতো বর্ণমালা অঙ্কিত পাঞ্জাবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের সঙ্গে একুশ উদযাপনের একাধিক ছবি পোস্ট করেছেন বুবলী। ক্যাপশনে লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।

দেশের শোবিজ অঙ্গনের তারকারা আজকের দিনটিতে ভাষা শহীদদের স্মরণ করছেন। এর আগে জয়া আহসান শহীদদের স্মরণ করেছেন, একই সঙ্গে দেশের পাহাড়ি মানুষের হারিয়ে যাওয়া ভাষা সংরক্ষণের আহবানও জানিয়েছেন।

এদিকে বুবলী কয়েক দিন আগে অপু বিশ্বাসকে উদ্দেশ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন। ফেসবুকে পোস্ট দেওয়ার পরে ছেলের সঙ্গে একবার কয়েকটি ছবি পোস্ট করেছিলেন। যেখানে সকলকে ভালোবাসার কথা উল্লেখ করেছিলেন। এরপর মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একটি পোস্ট দিয়েছেন।

একাধিক ছবি সংবলিত এই পোস্টে ভক্তরাও বুবলীর সঙ্গে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করছেন