পরাণ’-‘হাওয়া’ ঝড়ের পর ঢালিউড যেন ব্যক্তি সম্পর্কের ঊর্ধ্বে আর উঠতেই পারছে না। যেমনটা ছিলো এই দুটো ছবির আগের পরিস্থিতিও; ভালো সিনেমা নেই, হিট নেই,






সাংগঠনিক জটিলতা, ছবি নিষিদ্ধ, নির্মাতা গ্রেফতার, নায়িকার জেল, হিন্দি ছবির আমদানি ইত্যাদি। সেগুলোই ঘুরে ফিরে নানা চরিত্রের মাঝে এখনও টিকে রয়েছে।
যার সর্বশেষ নজির দেখা গেলো সময়ের সবচেয়ে সম্ভাবনাময়ী নায়িকা পূজা চেরীর মধ্য দিয়ে। যিনি সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকালে ইন্ডাস্ট্রি হয়ে নেটাগরিকদের চোখ ছানাবড়া করে দিলেন- প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চেয়ে!






স্পষ্ট অক্ষরে লিখলেন, ‘আমার অল্প বয়সের কারণে একটি ভুল করেছি । আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’
ভক্তরা তো বটেই খোদ ইন্ডাস্ট্রির লোকরাই হতচকিত, শাকিব খানের নায়িকার এই মিনতি দেখে। প্রশ্ন উঠেছে কী এমন হলো- যার কারণে এমন করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করলেন পূজা?






উত্তর খুঁজতে বেশি সময় খুঁড়তে হয়নি। পূজার পোস্টের দুই ঘণ্টার মাথায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে ভাসলো ‘ক্ষমা করে দেওয়ার ব্যানার’!
যেখানে পূজার পোস্টের স্ক্রিনশট দিয়ে লেখা হলো, ‘মানুষ ভুল করে, কারণে করে, অকারণেও করে। তবে সে ভুল করে। মানুষ ফেরেশতা নয়, তাই মানুষের ভুল হয়।






পূজা নিজের ভুল বুঝতে পেরে, ক্ষমা চেয়ে নিজের ঘরে ফিরতে চেয়েছে। জাজ অভিভাবক হয়ে ক্ষমা করে, নিজের ঘরে সাদর সম্ভাষণ জানাচ্ছে। ওয়েলকাম টু জাজ ফ্যামিলি অ্যাগেইন।’’ শেষে তিনটি কালো ভালোবাসার চিহ্ন আঁকা!
এবার অংক মিলেছে ইন্ডাস্ট্রি উৎসাহীদের। নিশ্চিত হওয়া গেছে, শাকিব খানের সঙ্গে প্রেমের নৌকায় যে ‘গলুই’ ধরেছিলেন পূজা চেরী, সেটিকে ভালোভাবে






দেখেননি জাজ কর্তা আবদুল আজিজ। অন্যদিকে শাকিব খানও তার দুই বধূর প্রকাশ্য বাহাসে তিতিবিরক্ত। হলো না পূজাকে নিয়ে পূর্বপরিকল্পিত যুক্তরাষ্ট্র সফর।
হচ্ছে না জুটি বেঁধে নতুন সিনেমাও। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়াও পূজার ছবির প্রমোশন কিংবা প্রোডাকশন থেকে অলিখিত নিষিদ্ধ ঘোষণা করে।






মাঝে কূলহীন হয়ে পড়েন ছোট্ট পূজা চেরী! এবং অনুধাবন করে ঘরে ফেরার। তবে ফিরতে হলে জাজ কর্তা ও কবি আবদুল আজিজ শর্ত জুড়ে দেন প্রকাশ্যে ক্ষমা চাওয়ার।
যেমনটা দেখা গেছে একই ঘরের নায়ক বাপ্পী চৌধুরীসহ অন্যদের বেলায়। তারই প্রতিধ্বনি মিললো ফের পূজার বেলায়। নীল বইয়ে চাইলেন প্রকাশ্য ক্ষমা, পেলেন ঘরে ফেরার সবুজ সংকেত।






এখন দেখার পালা, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে আজিজ-পূজার নতুন রসায়ন।
না, এ বিষয়ে ফেসবুকের বাইরে নতুন কোনও মন্তব্য পাওয়া যায়নি আজিজ-পূজার পক্ষ থেকে। তবে শিগগিরই নতুন কোনও ছবির মাধ্যমে সেটি দেবেন তারা, সেটাই অনুমেয়।
বলা দরকার, অর্থ পাচার মামলার ফেরার হিসেবে বেশ ক’বছর অনেকটাই আড়ালে আছেন ঢালিউডের শীর্ষ প্রযোজক-পরিবেশক আবদুল আজিজ।
স্থবির রয়েছে জাজ মাল্টিমিডিয়ার স্বাভাবিক কার্যক্রম। যদিও প্রযোজকের ফেসবুকিং, কবিতার বই প্রকাশ আর নায়িকা ফেরানোর প্রজেক্ট রয়েছে বেশ স্বাভাবিক।