নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভাগনে সাদ্দাম হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন তার মামি। এ ঘটনার পর মুঠোফোন ব;ন্ধ করে গা ঢাকা দিয়েছেন সাদ্দাম হোসেন।






সোমবার সকালে সৈয়দপুরের খাতামধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন একই এলাকার হা;রুন উর রশিদের ছেলে।
জানা যায়, সাদ্দাম হোসেনের আপন মা;মার সঙ্গে ঐ নারীর তালাক হয়ে গেছে। বিয়ের প্রতিশ্রুতিতে তার সঙ্গে শারী;রিক স;ম্পর্ক গড়ে তোলেন সাদ্দাম হোসেন। এখন বিয়ে করতে রাজি না হওয়ায় ভুক্তভোগী এই পদক্ষেপ নিয়েছেন বলে জানা যায়। দুই মেয়ে রেখে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন তিনি।






ভু;ক্তভো;গী নারী জানান, ছয় মাস ধরে সা;দ্দাম হোসেনের সঙ্গে তার প্রে;মের সম্পর্ক চলছে। প্রথমদিকে শুধু মোবাইলে কথা হতো তাদের। গত সেপ্টেম্বর মাসে তার স্বামী আরেকটি বিয়ে করায় তাকে তালাক দেন।
সাদ্দাম এ সংক্রান্ত মা’মলা চলাকালে তাকে সহযোগিতা করেন। এতে তাদের মধ্যে স;ম্পর্ক আ;রো গভীর হয়। একপর্যায় সাদ্দাম তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারী;রিক স;ম্পর্ক করেন।






আবাসিক হোটেলে একাধিকার মিলিত হয়েছেন তারা। বিয়ের কথা বলায় এক মাস ধরে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন সাদ্দাম। তাই বাধ্য হয়ে ভুক্তভোগী সাদ্দামের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন বলে জানান।
সাদ্দাম হোসেনের বাবা হারুন উর রশিদ জানান, ঐ নারীর দুইটি মেয়ে আছে। চারিত্রিক ত্রুটির কারণেই স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। ঐ নারী সাদ্দামকে প্রেমের ফাঁ;দে ফেলে অর্থ হাতিয়ে নিয়েছেন। এখন পরিবারসহ তাকে ব্লাকমেইল করতে এমন অপতৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।






এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।