ঢালিউডের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। তিনি সোশ্যাল মিডিয়া বিভিন্ন সময়ে নিজের অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেন। আজ (২০ ফেব্রুয়ারি) তিনটার তিনি একটি পোস্ট করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন!






জাজ ইন্ডাস্ট্রির সকল নায়ক-নায়িকাদের কাছে নিজের বয়সের ভুল স্বীকার করে একটি পোস্ট দিয়েছেন সেই সঙ্গে ক্ষমাও চেয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুকে পূজা লিখেছেন, ‘আমি পূজা চেরী। আমার ১৪ বছর বয়সে জাজ আমাকে নায়িকা হিসেবে launch করে । আমি জাজেরই সৃষ্টি, জাজেরই মেয়ে।’






তিনি আরো বলেন, আগে মনে করতাম জাজ মানে শুধুই জাজ কিন্তু আসলে জাজ মানে আব্দুল আজিজ ভাইয়া, খোকন ভাইয়া, বাপ্পি ভাইয়া, মাহি আপু, ফারিয়া আপু, রোশান, সিয়াম, সৈকত নাসির ভাইয়া, রাফি ভাইয়াসহ আরো অনেকে মিলেই জাজ।’
যদিও ঠিক কী কারণে তিনি ক্ষমা চেয়েছেন এবং কী তার ভুল সে বিষয়ে খোলাসা করে কিছুই লেখেননি। এ বিষয়ে তার সঙ্গে কথা বলতে ফোন করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।