আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়েন বিসিবি পরিচালকের স্ত্রী!

রাজধানীর গুলশান-২ নম্বরের বহুতল ভবনে আগুন থেকে বাঁচতে সুইমিং পুলে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন সামা রহমান সিনহা (৩৮) নামের এক নারী। পরে ওই নারীকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তার শরীরে সামান্য দগ্ধ ও গুরুতর আঘাত রয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সামা রহমান সিনহা ক্রিকেট বোর্ডের পরিচালক ফাইম সিনহার স্ত্রী। তারা ওই ভবনের ১২ তলার বাসিন্দা।

বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা কাউকে আশঙ্কামুক্ত বলতে পারি না। এই রোগীর ইনহেলেশন বার্ন হয়েছে। এ ছাড়া ওপর থেকে পড়ে যাওয়ায় তার শরীরের পোড়া ছাড়াও বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের জখম রয়েছে। আমরা তাকে আইসিইউতে রেখেছি। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সামন্ত লাল সেন বলেন, সোমবার তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে।

হাসপাতালে আসা স্বজনদের সূত্রে জানা গেছে, সামা রহমান সিনহা তার পরিবারের সদস্যদের লিফটে নামিয়ে দেন। কাজের মেয়ে ও তিনি পরবর্তী সময়ে লিফটে ওঠেন। লিফট ৭ তলায় বন্ধ হয়ে যায়। ওই অবস্থায় লিফটের কাচের দরজা ফাঁক করে সাততলায় বের হন। সেখানে আগুন তার শরীরের পেছন দিকে লেগে যায়।

পরে তিনি বেলকনিতে গিয়ে নিচে সুইমিং পুলের পানিতে লাফিয়ে পড়েন।