গুলশানে ভবনে আগুন, উদ্ধারে ১৩টি ইউনিট

রাজধানীর গুলশান-২ নম্বরের ১০৪ রোডের ১২তলা ভবনের ৭ম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইউনিট বেড়ে ১৩টি হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন ও দুইজনকে উদ্ধার করা হয়েছে।
রোববার রাত পৌনে ৯টার দিকে ১৮ ও ৮০ বছর বয়সী দুইজন পুরুষকে আগুন লাগা ভবন থেকে নিচে নামিয়ে আনা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, ভেতরে আটকে থাকাদের উদ্ধারে চেষ্টা চলছে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

রাত সাড়ে ৮টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আগুনের তীব্রতা কিছুটা কমেছে, তবে কয়েকটি কক্ষে তখনো জ্বলছে। আগুন থেকে উৎপন্ন ধোঁয়া অনেক বেশি, এ জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলের পাশে একাধিক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে।

ভবনটিতে বসবাসকারীরা বলছেন, আগুন লাগার পর অনেকেই ভবনের ভেতরে আটকা পড়েন। তারা বের হতে পারেননি।

আটকে পড়া মানুষের সঠিক হিসাব জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন লাগার পর থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভবনটিতে আটকে পড়া চারজনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। ভবনে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।