কুমিল্লার হেলমেট পরে শাস্তি পেলেন নাসিম শাহ!

বিপিএল খেলতে এসে নাসিম শাহ রীতিমতো ভিমড়ী খাচ্ছেন। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার সময় ভুলবশত কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পড়েন। এই অদ্ভুত কাজের জন্য তাকে শাস্তি পেতে হয়েছে।

বিপিএলের নবম আসরে খেলতে আসা নাসিম শাহ এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন। পিএসএলের অষ্টম আসরে গত বুধবার তার দলের প্রতিপক্ষ ছিল মুলতান সুলতানস। ওই ম্যাচে কুমিল্লার হেলমেটে ব্যাট করেন নাসিম।

২০ বছর বয়সী পাকিস্তানি ক্রিকেটার ১ রান করে ইহসানুল্লাহর বলে বোল্ড হন এবং ম্যাচের সেরা হন। এই ম্যাচে ৯ উইকেটে হেরেছে কোয়েটা। দল হারার পর এবার শাস্তি পেলেন নাসিম। ম্যাচ ফির ১০ শতাংশ পেনাল্টি হিসেবে দিতে হবে তাকে।

সদ্য সমাপ্ত বিপিএলে কুমিল্লার প্রতিনিধিত্ব করেছেন পাকিস্তানি এই ফাস্ট বোলার।