জামালপুরের মেলান্দহের কে.জি.এস খলিল বারেক আইয়ুব দাখিল মাদরাসার ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রীদের নাচের ভিডিও ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মাদরাসা ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে কে.জি.এস খলিল বারেক আইয়ুব দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা শুরু হয় হামদ, নাদ ও কেরাত প্রতিযোগিতা। একপর্যায়ে নাচে অংশ নেয় নারী শিক্ষার্থীরা।






ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছয়জন ছাত্রী সাদা হিজাব ও কালো বোরকা পরিহিত অবস্থায় গান ও বাদ্যের তালে শারীরিক অঙ্গভঙ্গি প্রদর্শন করে। যার ভিডিও ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফেসবুকে হাজার হাজার কমেন্ট ও শেয়ার হতে থাকে। তবে ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে এডিট করে ছাড়া হয়েছে বলে দাবি করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।






মাদরাসার সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল বারেক জানান, তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। অনুষ্ঠানে ১০ মিনিটের গজল, হামদ, নাদ, কেরাতের প্রতিযোগিতা হয়। সেই অনুষ্ঠানের ভিডিও করে গানের সঙ্গে জুড়ে দিয়ে কে বা কারা ফেসবুকে ছেড়ে দিয়েছে।
মেলান্দহের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া জানান, এ বিষয়ে অবগত নন তিনি।