প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটির নাম ‘পদাতিক’। একমাথা চুল, চোখে মোটা কালো ফ্রেমের চশমায় মৃণালরূপে চঞ্চল।






প্রথম দেখায় বোঝার উপায় নেই যে ইনিই চঞ্চল চৌধুরী। তার ছবি দেখে অনেকের মন্তব্য-পর্দায় বিভিন্ন চরিত্র নিয়ে খেলাই হলো চঞ্চল চৌধুরীর কাজ।
সামাজিক যোগাযেগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করা চঞ্চল চৌধুরীর লুক, যা দেখে সিনেপ্রেমীরা যেন অবাক।






কেননা, চঞ্চলের লুকে মৃণাল সেনের চেহারার অবিকল মিল খুঁজে পেয়েছেন সবাই। পরিচালক মৃণাল সেনের বায়োপিকের শুটিংয়ে বর্তমানে কলকাতায় বাংলাদেশের ‘মনপুরা’খ্যাত অভিনেতা চঞ্চল।
সৃজিত মুখার্জির ‘পদাতিক’ সিনেমার শুটিং চলছে জোরেশোরে। এক মাসেরও বেশি সময় চঞ্চল সেখানে শুটিংয়ে ব্যস্ত। বুধবার কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটের চারতলা বাড়িতে চলে সিনেমার শুটিং।






অভিনেত্রী মনামি ঘোষ এতে চঞ্চলের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। তিনিও ছিলেন সিনেমার সেটে। মৃণাল সেনের বাড়ির আদলে তৈরি হয়েছে সেটটি। আরও কয়েক দিন একই স্থানে শুটিং চলবে।
সম্প্রতি এই সিনেমার চারটি ছবি পোস্ট করেছেন চঞ্চলের বন্ধু, অভিনেত্রী শাহনাজ খুশি। একটিতে বৃদ্ধ মৃণালের সাজে সেলফি তুলছেন, দুটিতে সিগারেট ফুঁকছেন, আরেকটিতে ভাবুক চাহনিতে দাঁড়িয়ে আছেন রাস্তায়।






ছবিগুলোর সঙ্গে খুশি লিখেছেন, ‘তুই আর কী কী অনবদ্য অভিনয়ে, গেটআপে চমকে দিবি, সেই ভয়ে ভীত থাকি বন্ধু! তুই আমাদের অভিনয় জগতের এক অন্য অহংকার, অন্য ভালোবাসা। অপেক্ষায় আলোড়িত হচ্ছি রোজ, কবে দেখবো তোর এবারের চমক! তোর অবিরাম সাফল্য কামনা করি।’
শুধু শাহনাজ খুশি নয়, দেশের আরও অনেক শিল্পী, সাধারণ দর্শক চঞ্চলের ছবিগুলো পোস্ট করছেন আর প্রশংসায় ভাসাচ্ছেন। চঞ্চল নাকি মৃণাল; এই দ্বিধায় যখন তারা ডুবে আছেন, তখন শুটিংয়ে ব্যস্ত চঞ্চল।






জানা গেলো, এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন চঞ্চল চৌধুরী। কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটে চলছে ‘পদাতিক’র শুটিং। তার সবশেষ খবর প্রকাশ হয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যমে।
তাতে বলা হয়েছে, একেকটি দৃশ্যের জন্য সাত-আটটি টেক নিচ্ছেন সৃজিত। আর বিন্দুমাত্র ক্লান্তি বা বিরক্তি না দেখিয়ে স্বাচ্ছন্দ্যেই শট দিয়ে যাচ্ছেন চঞ্চল।






শুটিং দেখতে ভিড় জমানো লোকজনের অনেকেই তাকে চিনে নিচ্ছে, যারা চিনছেন না, তারাও তার অভিনয়শক্তি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে। এর শুটিংয়ে রয়েছেন টলিউড অভিনেত্রী মনামী ঘোষও। তিনি অভিনয় করছেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে।
চরিত্র প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘মৃণাল সেনের চরিত্রটি যে কোনও শিল্পীর জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। যে কোনও বায়োপিকেই দর্শক হুবহু মেলানোর চেষ্টা করে।






কিন্তু আরও একজন মানুষের সঙ্গে হুবহু মিলে যাওয়া তো সম্ভব নয়। প্রথম দিকে একটু ভয় লাগছিল। কিন্তু স়ৃজিত খুব সাহায্য করেছেন। তখন আগ্রহটা পেয়েছি।’