মাঠে নেমেই মাশরাফির রেকর্ড। খেলাটি সরাসরি দেখুন এখানেই।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলে রেকর্ড গড়লেন মাশরাফী বিন মর্তুজা। তিনি বিপিএলের নবম আসরে সিলেট স্ট্রাইকার্সকে নেতৃত্ব দিচ্ছেন। তার দল পৌঁছে গেছে ফাইনালে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিরোপার লড়াইয়ে সিলেটের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বিপিএলের ফাইনালে টসে জিতে ফিলডিঙ্গের সিদ্ধান্ত নিয়েছে ইমরুলের কুলিল্লা। ম্যাচ শুরু হওয়ার মধ্যে দিয়ে প্রথম অধিনায়ক হিসেবে বিপিএলে শততম ম্যাচ খেলার নজির গড়লেন মাশরাফি। এখন পর্যন্ত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ৯৯ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী।

বিপিএলের মঞ্চে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৬৪টি জয় তার। ২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই অধিনায়ক হিসেবে খেলছেন মাশরাফী।

এবার নিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবার ফাইনাল খেলছেন নড়াইল এক্সপ্রেস। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফী। প্রথম দুই মৌসুমে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাটট্টিক শিরোপা জিতেন।


এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ নেন মাশরাফী। এর আগে চলতি আসরেই খেলোয়াড় হিসেবে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন মাশরাফী।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।