শুভকে দেখে কান্নায় ভেঙে পড়লেন শিক্ষার্থী, বুকে জড়িয়ে নিলেন নায়ক!

ঢাকাই চলচিত্রের জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভকে ক্যাম্পাসে খুব কাছ থেকে দেখে আবেগে কান্নায় ভেঙে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। আবেগঘন মুহূর্তে তাকে বুকে জড়িয়ে নেন ‘ঢাকা অ্যাটাক’ এই নায়ক। বুধবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বসন্তবরণ অনুষ্ঠানে ‘উনিশ ২০’ সিনেমার প্রচারণায় এসেছিলেন আরেফিন শুভ। সেখানেই ঘটে এই অদ্ভুত ঘটনা।

ওই শিক্ষার্থীর নাম মিথিলা দেবনাথ। সে জবির পদার্থ বিজ্ঞান বিভাগের ১৪তম ব্যাচের পড়ে। এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, তখন অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম। ছোট থেকেই তার অনেক বড় ফ্যান আমি। তার সিনেমাগুলো দেখি। অনেক ইচ্ছা ছিল শুভ ভাইয়ার সঙ্গে দেখা করব। আমার এই অবস্থা দেখে তিনি আমায় ডেকে এনে সামনে বসিয়ে দেন।

উল্লেখ্য, উনিশ ২০ সিনেমায় আরেফিন শুভ ছাড়াও আরও অভিনয় করেছেন ইন্তখাব দিনার, তানিয়া আহমেদ, হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি, জাহিদুল হক অপু, ডিকন নূর, সাবিহা জামান, ইরফান মৃধা শিবলু, তপন মজুমদার, এলিনা শাম্মি, আমিরুল ইসলাম, শর্মী আহমেদ, মুনমুন সিদ্দিকী, লিওনা লুভাইনা, সুস্মিতা সিনহা, এ এম মজুমদারসহ অনেকে।