প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের আইপিএল। যেখানে প্রথমেই নিলামে ইতিহাস তৈরি করেছেন ভারতের ওপেনিং ব্যাটার স্মৃতি মান্ধানা। রেকর্ড ৩.৪০ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজি দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নিয়েছে।






সোমবার (১৩ ফেব্রুয়ারি) উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের শুরুতেই স্মৃতির নাম ওঠে। তাকে দলে পেতে উঠে পড়ে লাগে ফ্র্যাঞ্চাইজিগুলো। হাড্ডাহাড্ডি লড়াইয় শেষে তিন কোটি ৪০ লাখ টাকায় মান্ধানাকে দলে ভেড়ায় ব্যাঙ্গালুরু।
যে মন্ধানার বেসপ্রাইজ ছিল ৫০ লাখ, তিনি শেষ পর্যন্ত পেলেন ৩ কোটি চল্লিশ লাখ টাকা।






মান্ধানা যে শুধু নারীদের আইপিএলের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় এমনই নয়। তিনি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অন্য যে কোনও পাকিস্তানি ক্রিকেটারের পারিশ্রমিক থেকে বেশি অর্থ উপার্জন করছেন।
পাকিস্তানের বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি এবং অন্যান্যদের মতো শীর্ষ পাকিস্তানি ক্রিকেটাররা পিএসএলে কম বেতন পান। পিএসএলে একটি ড্রাফ্ট সিস্টেম রয়েছে এবং প্ল্যাটিনাম ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের বেতন ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪০ কোটি টাকা।






পিএসএলের শীর্ষ খেলোয়াড়রা আয় করেন প্রায় ১.৪০ কোটি টাকা। অর্থাৎ, পিএসএলে পাকিস্তানের শীর্ষ ক্রিকেটার যা আয় করেন তার দ্বিগুণ আয় করেবেন স্মৃতি মন্ধানা।
শুধু মান্ধানাই নন, ভারতের দীপ্তি শর্মা, জেমাইমা রদ্রিগেজ ও শেফালি ভার্মাও পাবেন পিএসএলে পাকিস্তানি ক্রিকেটারদের চেয়ে বেশি বেতন। দীপ্তি পাবেন ২.৬০ কোটি, জেমাইমা পাবেন ২.২০ কোটি ও শেফালি পাবেন ২ কোটি রুপি পারিশ্রমিক।






ভারতের নারী ক্রিকেটারদের নিলামের সঙ্গে আসলে বাবর, শাহিনদের তুলনায় এনেছে সোশ্যাল মিডিয়া। যেখানে আসলে তুলে ধরা হয়েছে নারী প্রিমিয়ার লিগে পারিশ্রমিকের সঙ্গে পিএসএলের পারিশ্রমকের।
সোশ্যাল মিডিয়ায় ট্রল হচ্ছে স্মৃতি মান্ধানা প্রিমিয়ার লিগে যে অর্থ পাবেন, তার অর্ধেকেরও কম পারিশ্রমিকে খেলছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার।






পিএসএলের সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়ের সঙ্গে শুধু ভারতের ক্রিকেটাররাই না, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মেয়েরাও চড়া পারিশ্রমিকে খেলবেন নারী প্রিমিয়ার লিগ। অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ও ইংল্যান্ডের অলরাউন্ডার নাটালি সাইভার ৩ কোটি ২০ লাখ রুপির চুক্তি পেয়েছেন।