পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের। ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৭ দলের প্রায় দেড় মাসের লড়াই। ফাইনালের লড়াই শুরুর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে নগরবাউল জেমসসহ দেশি খ্যাত ব্যান্ডের কনসার্ট। এই কনসার্টসহ বিপিএলের ফাইনাল দেখা যাবে মাত্র ৩০০ টাকায়। মঙ্গলবার দুপুরে এক বিবৃতি দিয়ে ফাইনালের টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।






সেখানে টিকিটের মূল্য সর্বনিম্ন রাখা হয়েছে ৩০০ টাকা, আর সর্বোচ্চ ২০০০ টাকা। সর্বনিম্ন মূল্যে ইস্টার্ন স্ট্যান্ডে বসে দেখা যাবে খেলা। সর্বোচ্চ ২০০০ টাকা খরচ করতে হবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখার জন্য। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।






ফাইনালে কনসার্টসহ থাকছে আরো নানা আয়োজন। আতশবাজি, ফায়ারওয়ার্কস ও লেজার বিম শোসহ থাকছে নানা ব্যবস্থা। সবকিছুই উপভোগ করা যাবে ফাইনালের টিকিট দিয়ে।
ইতিমধ্যে এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ সিলেট স্ট্রাইকার্স-রংপুর রাইডার্সের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জয়ী দল কুমিল্লার বিপক্ষে লড়বে ফাইনালের লড়াইয়ে। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।