মেট্রোরেলে বিপিএল ফাইনালের ফটোশুট!

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নবম আসরের ফাইনালের পর্দা নামবে আগামী বৃহস্পতিবার।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) নবম আসরের ফাইনালের পর্দা নামবে আগামী বৃহস্পতিবার। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স।

ফাইনালের আগেই দুই ফাইনালিস্টের ফটোশুট হয়ে গেলো ট্রফি নিয়ে।

আয়োজকরা ভিন্নতা আনতে দুই দলের প্রতিনিধিকে নিয়ে চলে যায় মেট্রোরেলের ডিপোতে। উত্তরাস্থ দিয়াবাড়ি ডিপোতে কুমিল্লার অধিনায়ক ইমরুল ও সিলেটের সহ অধিনায়ক মুশফিকুর রহিম ট্রফি নিয়ে ফটোশুট করেন।

প্রথমে স্টেশনে দাঁড়িয়ে ফটোশুট করেন। পরবর্তীতে ট্রফি নিয়ে রেলের ভেতরে ছবি তোলেন।