পোশাক না পরার খেলায় মজেছেন উরফি!!

ফ্যাশন দুনিয়ায় সম্প্রতি যে নাম সব সময়ই আলোচনায়, তা হলো উরফি জাভেদ। কখনও সাইকেলের চেন, কখনও আলো, কখনও সেফটি পিন, তো কখনও লাড্ডু দিয়ে লজ্জা ঢেকেছেন তিনি। প্রতিদিনি ব্যবহারের এসব জিনিস দিয়েও যে পোশাক তৈরি করা যায়, উরফি জানিয়েছেন সেই কথা। তাঁর সাহসী ভিডিও ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল হয়ে যায় সেগুলি!

বলিউডে শুরু হয়ে যায় প্রশংসা ও কটাক্ষের যুগলবন্দি। অনেকে মনে করেন, উরফি জাভেদ দুঃসাহসী। কেউ আবার বলেন, প্রচারের আলোয় থাকার জন্য উরফির এই কৌশল নিন্দনীয়! উরফির বক্তব্য, সবটাই তাঁর মর্জি। উরফির পোশাকে ধামাকা থাকবে না, তা আবার হয় নাকি! চারদিকে ক্যামেরা মুখিয়ে থাকে উরফির সাজের ছবি তোলার জন্য। সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

ভিডিওতে দেখা যায়, উরফির পরনে কাপড় আছে অথচ নেই। সারা গায়ে যেন উরফির কালো টেপ জড়ানো। আসলে উরফির পরনে কালো রঙের সেমি ন্যুড বডিস্যুট। পোশাকের চারপাশ দিয়ে দেখা যাচ্ছে গোপনাঙ্গ, স্তন যুগল। ভিডিওতে নানা কায়দায় ক্যামেরামুখী হয়েছেন উরফি। কখনও পশ্চাৎদেশ স্পষ্ট, কখনও আবার উরফির মুখভঙ্গিমা পুরুষ হৃদয়ে দোলাচল তৈরি করছে।

প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে রিলটি। নেটাগরিকদের মধ্য এক জন লিখেছেন, ‘‘আপনাকে ঠিক জেব্রার মতো দেখতে লাগছে। দেখবেন ভুল করে আবার কেউ আপনাকে চিড়িয়াখানায় তুলে নিয়ে যায় না যেন।’’ সূত্র – আনন্দবাজার