পা দিয়ে লিখে এইচএসসি পাস, শিক্ষক হওয়ার স্বপ্ন জসিমের!

পা দিয়ে লিখে এবার এইচএসসি পাস করেছেন জসিম মাতুব্বর। তিনি জিপিএ-৪.২৯ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
জসিম ফরিদপুরের নগরকান্দা উপজেলার কদমতলী গ্রামের উত্তরপাড়ার দরিদ্র কৃষক হানিফ মাতুব্বরের ছেলে। ফরিদপুর সিটি কলেজের বিএম শাখা থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন জসিম। তার সাফল্যে পরিবারের সবাই খুশি।

জসিমের দুইটি হাত নেই। পা দিয়ে চলে হাতের কাজ। এভাবে স্কুলের গণ্ডি পেরিয়ে এবার তিনি এইচএসসি পরীক্ষায় অংশ নেন। লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন কাজ করেন জীবিকার সন্ধানে। বিভিন্ন সময়ে শাকসবজি বিক্রি ছাড়াও নগরকান্দা বাজারে পা দিয়ে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। তার স্বপ্ন লেখাপড়া শেষ করে মানুষ গড়ার কারিগর শিক্ষক হবেন।

জসিম মাতুব্বর বলেন, প্রতিবন্ধী জীবনে শত প্রতিকূলতা মোকাবিলা করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই। নিজের লেখাপড়া চালিয়ে নেয়ার পাশাপাশি দরিদ্র মা-বাবার সংসারের হাল ধরতে চাই। তাই স্বাবলম্বী হওয়ার সংগ্রামে নেমেছি। আমি সকলের দোয়া এবং সহযোগিতা চাই। আমার স্বপ্ন লেখাপড়া শেষ করে শিক্ষক হব।

নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানান, অদম্য মেধাবী জসিম মাতুব্বরের লেখাপড়া চালিয়ে নিতে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করা হবে।