তুরস্ক ও সিরিয়ার নানা জায়গায় ধ্বং;স’স্তু’পে পরিণত হয়েছে।
৭ দশমিক ৮ মাত্রার ভ;য়া;ব;হ ভূ;মি;কম্পে দেশ দুটিতে চলছে শো;কে’র মা;’ত-ম।






যু;;দ্ধ;বি;ধ্ব;স্ত সিরিয়ায় ভূ;মিকম্পে ক্ষ;তিগ্রস্তদের সহযোগিতা হিসেবে এক কোটি ৩৬ লাখ মার্কিন ডলারের মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ।
বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১৪৫ কোটি ৭ লাখ টাকার বেশি।
সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সিরিয়ায় জরুরি মানবিক সাহায্য পাঠানোর নির্দেশ দিয়েছে বলে আরব আমিরাতের ডব্লিউএএম জানিয়েছে।






ভূ;মিকম্পে সোমবার দিনগত রাত পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় তিন হাজার ৭০০ জনের বেশি নি;;;হ;তে;র কথা জানা গেছে।
সবশেষ তথ্য অনুযায়ী, তুরস্কে নি;;;হ;;ত মানুষের সংখ্যা ২ হাজার ৯২১। আ;;হ;;ত ১৫ হাজার ৮৩৪ জন। সিরিয়ায় নি;;;হ’ত ১ হাজার ৪৪৪ জন। আ;;হ;;ত ৩ হাজার ৪১১ জন।
ভূ;মিকম্পে উভয় দেশে হাজারো ঘরবাড়ি ধ;সে পড়েছে, যার মধ্যে অনেক বহুতল ভবন রয়েছে।






ধ্বং’স’স্তূপের নিচে আ’ট’কে পড়া ব্যক্তিদের উ;দ্ধারে জোর তৎপরতা চলছে। উদ্ধারের সঙ্গে সঙ্গে নি;;হ;;ত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।