দেশের ফুটবলে সাড়া জাগানো ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রতিনিয়ত বিভিন্ন জেলায় প্রীতি ফুটবল ম্যাচে খেলে থাকেন। এরই ধারাবাহিকতায় মাগুরায় আজ প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আসেন তিনি।






আলোচিত ফুটবল সংগঠক বলেন পাঁচ বছর যদি বাঁচি দেশের ফুটবল ইতিহাস বদলে দেব।
মাগুরায় খেলতে এসে ব্যারিস্টার সুমন ঢাকা মেইলকে বলেন, ‘দেশের ফুটবল আজ অন্ধকারাচ্ছন্ন। মাননীয় প্রধানমন্ত্রীর চারপাশে সুন্দর চেহারার কিছু মানুষ ভীড় করে আছে তাদের স্বার্থ সিদ্ধির জন্য। এরাই ফুটবল অঙ্গন নিয়ন্ত্রণ করে।






মাননীয় প্রধানমন্ত্রী একটু দৃষ্টি দিলেই বুঝতে পারবেন তারা ফুটবলকে পিছনের দিকে নিয়ে যাচ্ছেন। তিনি বলেন, যুগ পার হয়ে গেলেও এই ব্যক্তিরা বাফুফে ছাড়েন না। শেখ হাসিনা যখন উন্নয়নের চরম শিখরে দেশকে নিয়ে যাচ্ছেন তখন তারা ফুটবলকে ঘরের মধ্যে বন্দি করেছেন।’
তিনি আরো যোগ করেন, ‘৪৬ বছর বয়সেও অসুস্থ শরীর নিয়ে মাঠে নামছি। আর পাঁচ বছর যদি সুস্থ থাকি দেশের ফুটবলের ইতিহাস বদলে দেব।’






সুমন আরো বলেন, ‘এই মাগুরায় জন্ম নিয়েছেন মরহুম আছাদুজ্জামান, সাকিব আল হাসান। মাগুরার মাটিতে ফুটবলও বিজয়ি হবে। বিপ্লব কখনো একদিনে হয় না।
বিপ্লব শুরু করতে হয়। শুরু যখন করেছি, শেষ দেখেই ছাড়তে চাই।’






মাগুরা সদর উপজেলার বেরইল পলিতায় সুন্দরবন ফুটবল একাডেমি এই প্রীতি ম্যাচের আয়োজন করে।