ভারতীয় ইতিহাসে এ বছর সর্বোচ্চ সংখ্যাক মুসল্লিদের হজ করার সুযোগ!

চলতি বছর কোন দেশ থেকে কতজন মুসল্লি হজে যেতে পারবেন তার কোটা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। এ কোটায় ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। দেশটি থেকে এ বছর ১ লাখ ৭৫ হাজার ২৫ জন হজে যেতে পারবেন বলে জানিয়েছে সৌদি আরব।

গত বছর করোনার বিধিনিষেধের কারণে সীমিত পরিসরে হজের আয়োজন হয়। তাতে ভারতের মুসলিমদের ৭৯ হাজার জন যেতে পারবেন বলে জানিয়েছিল সৌদি আরব। এর আগে দুবছর বিদেশিদের জন্য হজ বন্ধ রাখা হয়েছিল।

ভারতের লোকসভায় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী স্মৃতি ইরানি এক প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন, ২০২৩ সালে সৌদি আরবের পক্ষ থেকে ১ লাখ ৭৫ হাজার ২৫ জন মুসলিম হজে যেতে পারবেন বলে জানানো হয়েছে।

এর আগে ২০১৯ সালে ভারত থেকে ১ লাখ ৪ হাজার মুসল্লি সৌদি আরবে হজ করার অনুমতি পায়। পরবর্তী বছর ১ লাখ ২৫ হাজার মুসল্লি হজ করার অনুমতি পেলেও সে বছর হজ কার্যক্রম বন্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ।

আরও পড়ুন: সঙ্গীবিহীন জীবন পার না করে এক হলেন দুই পুলিশ সদস্য, থানাতেই বিয়ে
এরপর ২০২২ সালে মাত্র ৭৯ হাজার ২৩৭ জন মুসল্লিকে হজ করার অনুমতি দেয় সৌদি। তবে ২০১০ সালে সর্বোচ্চ সংখ্যক মুসল্লি সৌদি আরবে হজ করতে যান। ওই সময়ে সংখ্যা ছিল ১ লাখ ২৬ হাজার ১৮ জন।

প্রতি বছর কোটা নির্ধারণের কারণে অনেক ভারতীয় হজে যেতে পারেন না। তবে এ বছর অনেক বেশি মুসল্লিকে হজ করার সুযোগ প্রদান করায় আনন্দ প্রকাশ করেছেন অনেক ভারতীয়।

সূত্র: দ্য সিয়াসাত ডেইলি