সোনার চামচ মুখে নেবে পরীমণির ছেলে!

সুখের জোয়ারে ভেসে যাচ্ছে রাজ-পরী দম্পতি। বিচ্ছেদ যন্ত্রণা আর নানান নেতিবাচক খবরকে পাশ কাটিয়ে আবারও এক হয়েছেন আলোচিত এই তারকা দম্পতি।

বর্তমানে একমাত্র ছেলে রাজ্যকে ঘিরেই তাদের যত আয়োজন। ছেলের মুখেভাত অনুষ্ঠানের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন রাজ-পরী। ছেলের মুখে সোনার চামচ দেবেন পরীমণি।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক অ্যাকউন্ডে কয়েকটি ছবিসহ একটি পোস্ট করেন পরীমণি। সেখানে একটি ক্যাপশনও দেন এই চিত্রনায়িকা।

সোনার চামচ ও সোনার বাটিসহ ছবি পোস্ট করে সেখানে ক্যাপশন হিসেবে পরী লেখেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন। রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কান্ড। সুন্দর না? ? এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে।?’

এই পোস্টের কারণেই স্পষ্ট হয়েছে রাজ-পরীর ছেলের মুখে ভাত অনুষ্ঠিত হবে দ্রুতই। যদিও দিন-তারিখ এখনো স্পষ্ট করে জানায়নি রাজ-পরী দম্পতি।

গত বছরের ১১ আগস্ট রাজ-পরীর কোল আলো করে জন্ম নেয় রাজ্য। আগামী ১১ জানুয়ারি ছয় মাস পূর্ণ হবে তারকা দম্পতির সন্তানের।