সপ্তাহ খানেক আগে মেজো ভাই সমাজসেবক ডি এ কাদেরকে হারান অভিনেতা ডি এ তায়েব। এবার মা হারালেন এই অভিনেতা। বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডি এ তায়েবের মিরপুরের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ১০০ বছর।






বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাদ যোহর কাটরা গ্রামে তার জানাজা শেষে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন অভিনেতার আত্মীয় মঞ্জু মিয়া। সুফিয়া নেগম কমলা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা গ্রামের ডি এ গণির স্ত্রী। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বি;ভাগের পরিদর্শক ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসি;ডেন্ট অভিনয়;শিল্পী ডি এ তায়েবের মা সুফি;য়া নেগম কমলা ই;ন্তে;কাল ক;রেছেন।






ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ডি এ তায়ে;বের মিরপুরের বাসায় তিনি মৃ;ত্যুব;রণ করেন। মৃ;ত্যুকা;লে তার বয়স হয়ে;ছিলে ১০০ বছর।
তিনি টা;ঙ্গাইলের মির্জাপুর উপজে;লার জামুর্কী ইউনিয়নের কা;টরা গ্রামের ডি এ গণির স্ত্রী। ক;মলা বেগম চার ছেলে ও দুই মেয়ে স;ন্তানের জননী ছিলেন।






বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বাদ জোহর কা;টরা গ্রামে তার নামা;জে জানা;জা শেষে পারি;বারিক ক;বর;স্থানে দা;ফন করা হয় বলে জানা গেছে।
ইউরোপ শেষে এশিয়ান ফুটবলে নতুন অধ্যায় লিখছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সৌদি আরবের আল নাসেরে যোগ দেওয়ার আগে ইউরোপে অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি।






যার একটি গতকাল নিজের করে নিলেন তারই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি।
রোনালদোকে টপকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসিই এখন সর্বোচ্চ গোলের মালিক। লিগ ওয়ানে গতকাল মঁপেলিয়েকে ৩-১ গোলে হারায় পিএসজি। যেখানে গোল করেছেন মেসিও। আর এই গোলের মাধ্যমেই রোনালদোকে ছাড়িয়ে যান আর্জেন্টাইন ফরোয়ার্ড।






স্পেন ও ফ্রান্সের ঘরোয়া ফুটবল মিলিয়ে মেসির গোলসংখ্যা এখন ৬৯৭ টি। বার্সেলোনার হয়ে ৬৭২ ও পিএসজির জার্সিতে ২৫ গোল করেন তিনি। অন্যদিকে প্রিমিয়ার লিগ, লা লিগা ও সিরি’আ খেলা রোনালদো ৯১৯ ম্যাচে করেন ৬৯৬ গোল।
রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫ এবং জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন এই পর্তুগিজ। তবে তার থেকে ৮৪ ম্যাচ কম খেলে এই রেকর্ড গড়েছেন মেসি।






৮৩৫ ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডের অ্যাসিস্ট সংখ্যা ২৯৭ টি। বিপরীতে রোনালদো অ্যাসিস্ট করেছেন ঠিক ১০০টি কম (১৯৭)।