মধ্য এশিয়ার দেশ ইরানে এক প্রেমিক যু;গলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আ;দালত। রা;স্তায় প্রকাশ্যে নাচানাচি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটির ভিডিও প্রকাশ করা তাদের এমন কঠোর শা;স্তি দেওয়া হয়েছে।






বুধবার (১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রি;টিশ সংবাদমাধ্যম বিবিসি।
জানা গেছে, আমির মোহাম্মদ আহমাদী (২২) এবং আস্তিয়াজ হাকিকি (২১) নামের ওই প্রে;মিক যুগ;লকে দু;র্নীতি, পতি;তাবৃ;ত্তি এবং প্রো;পাগা;ন্ডা ছড়ানোর অভি;যোগ অভি;যুক্ত করা হয়েছে। তাদের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তারা রাজধানী তেহরানের আজাদী টাওয়ারের সামনে একে-অ;পরকে জড়িয়ে ধরে নাচছেন।






২০২২ সালের সেপ্টেম্বরে নৈ;তিকতা পুলিশের হাতে এক কু;র্দি ত;রুণী নি;হ;ত হওয়ার পর পুরো ইরানে বি;ক্ষো;ভ ছড়ি;য়ে পড়ে। কিন্তু পু;লিশি শ;ক্তি ব্যবহার করে বি;ক্ষো;ভ দম;ন করে ই;রান সরকার। এরপর শু;রু হয় ধরপাকড়।
তবে ওই বি;ক্ষো;ভের সঙ্গে কোনো ধর;নের সংশ্লি;ষ্টতা অ;স্বী;কার করেছে দ;ণ্ড;প্রা;প্ত প্রে;মিক যু;গল।






সংবাদমাধ্যম বিবি;সিকে একটি সূত্র নি;শ্চিত করেছে, ওই যু;গল ই;নস্টাগ্রামে না;চের ভি;ডিও প্রকা;শের পরই তাদের আ;ট;ক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাদের প্রায় ২০ লাখ মানু;ষ ফলো করেন।
সাজা;প্রাপ্ত তরু;ণী হাকি;কিকে আটক করার আগে তার বাড়িতে অভিযান চালায় আ;ইন-শৃ;ঙ্খলারক্ষাকারী বাহিনী।






হা;কিকি একজন ফ্যা;শন ডিজাইনার বলে জানা গেছে।
যদি এই প্রেমিক যু;গলের শা;স্তি উচ্চ আদালতেও বহাল থাকে তাহলে তাদের প্রায় ১০ বছর জেলেই কা;টাতে হবে।
ইরানের স্থা;নীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই প্রেমি;ক যু;গলকে দুই বছরের জন্য সামা;জিক যোগাযো;গমাধ্যম ব্য;বহার করা থেকে নি;ষিদ্ধ করা হয়েছে।






এছাড়া তাদের দে;শত্যা;গেও নিষে;ধাজ্ঞা দেও;য়া হয়েছে।
সূত্র: বিবিসি